রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড, কৃষি উৎপাদনের জন্য কৃষক কার্ড এবং ইমাম-মোয়াজ্জেমদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থাসহ বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে দলটির।

২৩ জানুয়ারি শুক্রবার বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কর্মসূচির কথা তুলে ধরেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।


নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদের উপহারের মতোই একটি বোনাস ঘোষণা করেছেন আমাদের নেতা তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারী সদস্যকে এই কার্ডটি দেওয়া হবে।
বিএনপির কৃষি খাতভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জমি চাষ করতে হলে সার, বীজ ও কীটনাশক লাগে। কিন্তু অনেক কৃষকের এসব কেনার সক্ষমতা নেই। কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পায় এবং কৃষি উৎপাদনে সব ধরনের সহযোগিতা পায়-সে লক্ষ্যেই কৃষক কার্ড চালুর ঘোষণা দিয়েছে বিএনপি।
তিনি আরও বলেন, বাংলাদেশের যত অর্জন ও অবদান রয়েছে, তার মূল ভূমিকা বিএনপির। আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।
ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এবিএম মোশাররফ বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপনারা বিএনপিকে ভোট দিন। এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষে আমরা ভোট চাই।
ইমাম ও মোয়াজ্জেমদের বিষয়ে বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ইমাম-মোয়াজ্জেমদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে এসব কর্মসূচি বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
অন্য রাজনৈতিক দলের বক্তব্যের সমালোচনা করে এবিএম মোশাররফ হোসেন বলেন, বিড়ি খেয়ে সুখ টান দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-এ ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আল্লাহ সন্তুষ্ট না হলে কোনো মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া সম্ভব নয়। এসব বিভ্রান্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামীতে যত নির্বাচন হবে, সবই হবে নিরপেক্ষ সরকারের অধীনে।’ ধর্ম ও রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, 'বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে-আল্লাহ তায়ালার বিধান ও কোরআনের আলোকে।
এ সভায় সভাপতিত্ব করেন উপজেলার মৌডুবি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কেএম বেলাল হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শিল্পপতি আল মামুন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available