নিজস্ব প্রতিবেদক: শিল্প-সাহিত্যে দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও দারুননাজাত একাডেমির সভাপতি ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান।

১৫ নভেম্বর শনিবার সকালে দারুননাজাত একাডেমির উদ্যোগে প্রকাশিত ‘বার্ষিকী ২০২৫’ পুস্তকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


ব্যারিস্টার ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘কবি-সাহিত্যিকগণ অমর। তারা চলে যান, কিন্তু তাদের কীর্তি যুগে যুগে বেঁচে থাকে। নজরুল আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সৃষ্টিকর্ম প্রজন্মকে সমানভাবে অনুপ্রাণিত করছে। একাডেমির বার্ষিকীর লেখাগুলো পড়েছি। আরবি, ইংরেজি, বাংলা সবই উচ্চমানের। এখান থেকেই আগামী দিনের নজরুল, ফররুখ তৈরি হবে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীরা আজ শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে। দারুননাজাত একাডেমির মতো প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও সমন্বয় ঘটিয়েছে। যা শিক্ষার্থীদের জন্য দ্বিগুণ সুযোগ তৈরি করছে। এমন একটি সুন্দর অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি গর্বিত।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহীন আহমেদ বলেন, ‘এত ছোট শিক্ষার্থীরা এত বড় দায়িত্ব পালন করছে, এটি সত্যিই বিস্ময়কর। মাদ্রাসা শিক্ষার সঙ্গে আধুনিক বাস্তবতার সমন্বয় করা গেলে আমরা হারানো ঐতিহ্য ফিরে পাবো। সৃষ্টি হবে শিল্প-সাহিত্যের নতুন জোয়ার।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুর রহমান, ভূঁইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available