• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ১০:১৪:২১ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

বাকেরগঞ্জে ৭ শিক্ষার্থীর জন্য ৫ শিক্ষক!

২৭ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৮:০৩

সংবাদ ছবি

বরিশাল (উত্তর) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ৭ এবং শিক্ষকের সংখ্যা ৫ জন। বিদ্যালয়ের নাম রামনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যালয়টি বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ১৯৮৭ সালে এমপিও ভুক্ত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন জগদীশ চন্দ্র রায়। এছাড়া সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন আরও ৪ জন। এরা হলেন-খালেকুজ্জামান, আবু জাফর, শাহনাজ পারভিন ও ফিরোজা বেগ। এই ৫ জন শিক্ষক বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন।

Ad

২৭ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষ মিলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট ৭ জন। তাদের পড়ানোর জন্য আছেন ৫ জন শিক্ষক। অফিস কক্ষে প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা অলস সময় পার করছিলেন। শিক্ষার্থীরা ছিলো ক্লাস রুমে খেলাধুলায় ব্যস্ত। বিদ্যালয়টিতে ৪টি ক্লাস রুমে ষষ্ঠ শ্রেণিতে ১ জন, সপ্তম শ্রেণিতে ৩ জন ও অষ্টম শ্রেণিতে ৩ জন শিক্ষার্থী রয়েছে।

Ad
Ad

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায় বলেন, আশেপাশে বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় থাকায় আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম। তিনি আরও বলেন, আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় আমরা এলাকার কিছু ছেলে-মেয়েদের প্রাথমিক শিক্ষা পাঠদান দিয়ে থাকি। তারা পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হলে আমাদের মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০১:৪১



সংবাদ ছবি
পঞ্চগড়ে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫১:৪২







Follow Us