• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ১১:৫২:৪১ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

উজিরপুরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় প্রাইভেট শিক্ষক গ্রেফতার

৪ এপ্রিল ২০২৪ সকাল ১০:৫০:৩১

সংবাদ ছবি

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে।

Ad

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ২ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডে এক ছাত্রীর বাসায় পড়াতে যান পার্শ্ববর্তী ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও পৌরসভার (৪, ৫, ৬) নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিল ছবি রানী নন্দীর স্বামী শিক্ষক বাবুল কুমার জয়ন্ত নন্দী (৪৫)।

Ad
Ad

শিক্ষার্থীর পরিবারের লোকজন উজিরপুর বাজারে বাজার করতে গেলে এই সুযোগে প্রাইভেট পড়ানোর কথা বলে দরজা নক করে এবং ঘরে প্রবেশ করেন শিক্ষক জয়ন্ত নন্দী। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে ছাত্রীকে আপত্তিকর কাজের প্রস্তাব দেন। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ভয়ভীতি প্রদর্শন করেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ছাত্রী চিৎকার দিলে ওই লম্পট শিক্ষক পালিয়ে যান। চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে ছাত্রীকে উদ্ধার করেন।

এ ঘটনায় ৩ এপ্রিল বুধবার ওই ছাত্রী বাদী হয়ে উজিপুর মডেল থানায় লম্পট শিক্ষক বাবুল কুমার জয়ন্ত নন্দীর(৪৫) বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ বলেন, একজন প্রাইভেট শিক্ষক কতৃক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
প্রথম সমাবর্তনকে ঘিরে বুটেক্সে উৎসবের আমেজ
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩৫:০৮








সংবাদ ছবি
রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০১:৪১


Follow Us