• ঢাকা
  • |
  • রবিবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:১৮:০১ (16-Nov-2025)
  • - ৩৩° সে:

কলেজের দেয়াল ভেঙ্গে ব্যাংকের বুথ স্থাপন, শিক্ষার্থীদের সমালোচনা

১৬ নভেম্বর ২০২৫ সকাল ১১:২৭:৪৫

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজের সীমানা প্রাচীর ভেঙ্গে ব্যাংকের এটিএম বুথ স্থাপনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তীব্র ক্ষোভ ও সমালোচনা করছেন কলেজের শিক্ষার্থীরা।

Ad

সীমানা প্রাচীর ভাঙ্গার ছবি দিয়ে রসায়ন বিভাগের শিহাব মুন্সী নামের এক শিক্ষার্থী তার ফেসবুক পোস্টে লিখেন, ‘ইনক্লুসিভ দেয়াল! শিক্ষার্থীদের উদ্দেশ্যে বানানো এটিএম বুথ রাস্তার একদম পাশে। তাও যদি সোনালী ব্যাংক হত তাহলে একটা কথা ছিল। জান্নাতি দলের ব্যাংক কি আর বলা যাবে? প্রাতিষ্ঠানিক কোনো কাজে ইসলামী ব্যাংকরে কোনো স্পন্সর না পাওয়া গেলেও ডেইটফেইল প্রিন্সিপাল ইলিয়াস মহোদয়ের একাউন্ট ভারী হল আর কি! বাম-ডান মিলে ইনক্লুসিভ ব্যবসা।’

Ad
Ad

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ রানা এক পোস্টে লিখেন, ‘ক্যাম্পাসে ব্যাংক বুথের প্রয়োজন থাকলেও তা শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার জন্য হওয়া উচিত। কিন্তু জনসাধারণের সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে ক্যাম্পাসের মেইন রোডসংলগ্ন দেয়াল ভেঙ্গে বুথ স্থাপন করা হচ্ছে। নিউমার্কেট এলাকার মতো ব্যস্ত স্থানে এই বুথ স্থাপনের ফলে আরও মানুষের ভিড় বাড়বে, যা শিক্ষাঙ্গণের শান্ত পরিবেশ ও সৌন্দর্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। শিক্ষার্থীদের সুবিধার কথা বলে ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করার এই উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সীমানা প্রাচীর ভেঙ্গে ব্যাংকের বুথ স্থাপন করার বিষয় জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘শিক্ষার্থীরা প্রায়ই বিকাশ বা অন্যান্য মোবাইল লেনদেন সেবায় প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করে। ব্যাংকের বুথ থাকলে তারা নিরাপদে টাকা উত্তোলন ও লেনদেন করতে পারবে। এটি সম্পূর্ণ শিক্ষার্থীদের স্বার্থে করা হচ্ছে। যদি শিক্ষার্থীরা না চায়, তাহলে এটি হবে না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
১৬ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:৩০





সংবাদ ছবি
ঢাকায় এসেছে ভারত ফুটবল দল, আজ থেকে অনুশীলন
১৬ নভেম্বর ২০২৫ সকাল ১১:৩৩:১১



Follow Us