স্টাফ রিপোর্টার (কুমিল্লা) : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই থেকে তিন জন গুরুতর আহত হয়েছেন।

১৬ জানুয়ারি শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের ও সালেহ আহম্মদ নামের দুই মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


ঘটনাস্থলে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত ৩ আগস্ট ২০২৫ তারিখেও একই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন নিহত হন। এরপর দুই পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকটি পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়।
সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো সম্প্রতি নিজ বাড়িতে ফিরে আসলেও উত্তেজনা কমেনি। এ কারণেই শুক্রবারের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তারা জানায়।
আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available