গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনার মূল হোতা কুখ্যাত মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে (২৬) গ্রেফতার করেছে র্যাব। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন অতিষ্ঠ এলাকাবাসী।

র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার র্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নানু মিয়ার ছেলে। র্যাব জানায়, তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা প্রচেষ্টা এবং চাঁদাবাজিসহ দুই ডজনেরও বেশি মামলা রয়েছে।


উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর দিবাগত রাতে শ্রীপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে গেলে জাহাঙ্গীর ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর বর্বরোচিত হামলা চালায়। তারা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে এবং হাতকড়াসহ জাহাঙ্গীরকে ছিনিয়ে নিয়ে যায়। ওই হামলায় এক পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং আরও তিনজন গুরুতর আহত হন।
জাহাঙ্গীর আলমের গ্রেফতারের সংবাদে কেওয়া পশ্চিম খন্ড ও মুলাইদ এলাকায় স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা বলেন, "সে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। আজ সে ধরা পড়ায় আমরা সত্যিই আনন্দিত।" এই খুশিতেই সাধারণ মানুষ একে অপরকে মিষ্টি মুখ করান।
র্যাব জানায়, জাহাঙ্গীরের সহযোগীদের ধরতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available