• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:২১:২২ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

গাজীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুই ভাইয়ের মনোনয়নপত্র সংগ্রহ

২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৮:২০

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-১ আসন (কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশনের একাংশ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলিয়াদি জমিদারবাড়ির আপন দুই ভাই। সোমবার গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে নিশ্চিত হওয়া গেছে।

Ad

মনোনয়নপত্র সংগ্রহকারী ওই দুই ভাই হলেন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, তার বড় ভাই চৌধুরী ইরাদ আহামেদ সিদ্দিকী।

Ad
Ad

রিটার্নিং অফিসারের কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র মজিবুর রহমান।

দলীয় মনোনয়ন না পাওয়ায় গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার  চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একই আসন থেকে তার বড় ভাই চৌধুরী ইরাদ আহামেদ সিদ্দিকীও মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তারা দু’জনই বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে। একই পরিবারের দুই ভাইয়ের একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না এ বিষয়ে জানতে চাইলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করেছি, শেষ পর্যন্ত কী হয়, তা দেখা যাবে।

অপরদিকে চৌধুরী ইরাদ আহামেদ সিদ্দিকী জানান, “আমার এলাকায় জনপ্রিয়তা রয়েছে। সে কারণেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বাংলাদেশ লেবার পার্টির (আনারস প্রতীক) প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে।”

এছাড়াও গাজীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আতিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
পীরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:৫১



সংবাদ ছবি
নওগাঁর সীমান্তের বিজিবির টহল জোরদার
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৪:৪৬

সংবাদ ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:৫৮



সংবাদ ছবি
দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০২:৩৭



Follow Us