লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটার মালিককে মোট আড়াই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৪ ডিসেম্বর রোববার দুপুর ১২ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন।


অভিযানে ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের এর কতিপয় ধারা লঙ্ঘন করার দায়ে উপজেলার আমিরাবাদ সুখছড়ি এলাকার মেসার্স বি.কে.বি ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লক্ষ টাকা, মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারের মালিককে ১ লক্ষ টাকা এবং মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসের মালিককে পঞ্চাশ হাজার টাকা। মোট আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সলসহ লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ও উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী ও জনস্বার্থে লোহাগাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available