বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দলের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।২১ ডিসেম্বর রোববার দুপুর ২টায় বগুড়া জেলা নির্বাচন অফিসে সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিমের নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।এ সময় গাবতলী ও শাজাহানপুর উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।