• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:৪৪:০৩ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিএনপির মনোনয়নবঞ্চিত ইয়াছিনের অনুসারীদের গণ-ইফতার

৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২:২৪:৫২

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা টানা চার দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে ৬ নভেম্বর বৃহস্পতিবার নফল রোজা শেষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গণ-ইফতারের আয়োজন করা হয়।

Ad

এর আগে বুধবার কান্দিরপাড়ের নারী সমাবেশ থেকে ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা রাখার ঘোষণা দেন নেতাকর্মীরা।

Ad
Ad

নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি ও সাংগঠনিক ঐক্য বজায় রাখতে কুমিল্লার সাধারণ মানুষ আমিন-উর-রশিদ ইয়াছিনকেই প্রার্থী হিসেবে দেখতে চান। এজন্য তাঁরা ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করছেন।

জানা যায়, কুমিল্লা-৬ আসনটি কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা এবং সেনানিবাসের একটি অংশ নিয়ে গঠিত। ২০১৮ সালে এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন আমিন-উর-রশিদ ইয়াছিন।

পরবর্তীতে সীমানা পুনর্নির্ধারণে সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা-১০ থেকে বাদ পড়ে কুমিল্লা-৬ আসনে যুক্ত হয়। এরপর মনিরুল হক চৌধুরী নতুন সীমানার কুমিল্লা-৬ আসনের রাজনীতিতে সক্রিয় হন, তবে পুরোনো সীমানার নেতৃত্বে নিজেদের দাবি তুলে ধরছেন ইয়াছিনপন্থীরা।

মনছুর নিজামী নামের এক যুবদল নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আমাদের লক্ষ্য বিরোধিতা নয়, ন্যায়সংগত দাবির স্বীকৃতি।’

নারীনেত্রী ডলি আক্তার বলেন, “নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করা, মানবিক সহায়তা ও শিক্ষায় অবদান রাখায় ইয়াছিন ভাইয়ের প্রতি আস্থা তৈরি হয়েছে। আমরা রোজা ও ইফতার করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য।”

উল্লেখ্য, গত সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই ইয়াছিনপন্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তাঁরা ধারাবাহিক কর্মসূচি পালন শুরু করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ঢাকা-১৫ আসনে মনোনয়ন ফরম নিলেন জামায়াত আমির
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৯:৩৭


সংবাদ ছবি
নলডাঙ্গায় ইউশা ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:২৮:২০




সংবাদ ছবি
তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমির
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৭:৩৯

সংবাদ ছবি
ক্ষোভে অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
২৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০২:৩৯




Follow Us