• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ০৩:৪৪:৫৯ (20-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নরসিংদীতে মেধার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেল ৩১ জন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সম্পন্ন হলো ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম। শতভাগ মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩১ জন প্রার্থী।আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় নরসিংদী পুলিশ লাইন্সের ড্রিল সেডে শুরু হয় নিয়োগের শেষ ধাপ। প্রথমে প্রকাশ করা হয় লিখিত পরীক্ষার ফলাফল। এরপর অনুষ্ঠিত হয় মনস্তাত্ত্বিক মূল্যায়ন ও মৌখিক পরীক্ষা।মেধাক্রম অনুযায়ী ৩১ জনের নাম ঘোষণা করেন নরসিংদী জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. মেনহাজুল আলম।নিয়োগপ্রাপ্ত প্রার্থী রিফাত আহমেদ বলেন, ‘আমি কখনো ভাবিনি এত স্বচ্ছভাবে, মাত্র ১২০ টাকায় পুলিশের মতো গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ পাওয়া সম্ভব। আমার পরিবারের স্বপ্ন আজ বাস্তব হলো।’আরেক সফল প্রার্থী শারমিন আক্তার জানান, ‘এই নিয়োগ প্রক্রিয়া আমাকে বিশ্বাস শিখিয়েছে, যোগ্য হলে সুযোগ একদিন আসবেই। এখন আমি গর্বিত যে, দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।’রুকেয়া বেগম নামে এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ের চোখে আমি যেদিন স্বপ্ন দেখেছিলাম পুলিশের পোশাক পরার, আজ তা সত্যি হলো। ধন্যবাদ নরসিংদী জেলা পুলিশকে, এমন নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য।’নরসিংদী জেলা পুলিশের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ‘এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং মেধার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। প্রার্থীরা মাত্র ১২০ টাকায় নিয়োগ পেয়েছেন, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।’