• ঢাকা
  • |
  • শনিবার ৬ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৩৬:২১ (20-Dec-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ পেলেন ৭৫ জন

১৬ মে ২০২৫ সকাল ০৯:০১:১৬

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাত্র ১২০ টাকা খরচ করে কোনো ঘুস ছাড়াই কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭৫ জন। এদের মধ্যে ৭০ জন পুরুষ ও পাঁচজন নারী।

১৫ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এই ফলাফল ঘোষণা করেন।

Ad

ফলাফল ঘোষণার পর পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, কোনরকম তদবির ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করেছি। আমরা বিশ্বাস করি, উত্তীর্ণরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সঙ্গে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করবে। পুলিশের ভাবমূর্তি রক্ষায় তারা কাজ করবেন। যেভাবে কোনো টাকা ছাড়াই চাকরি হয়েছে, সেভাবেই সেবাপ্রার্থীদেরও বিনামূল্যে সর্বোচ্চ সেবা দিবেন।’

Ad
Ad

এ সময় নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন ও লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপনও উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের সূত্র জানায়, স্বচ্ছ প্রক্রিয়ায় ১ হাজার ৩৫১ জন আবেদনকারীর শারীরিক সক্ষমতা যাচাইয়ে ৭টি স্তরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় ৬৯০ জন। পরবর্তীতে লিখিত, মৌখিক পরীক্ষা শেষে এ সংখ্যা দাঁড়ায় ২৩৯ জনে। এরপর মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৭০ জন পুরুষ ও ৫ জন নারীকে বাছাই করে নিয়োগ বোর্ড। ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হলেও অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ১৫ আরও জনকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ডিসেম্বরের ১৭ দিনে প্রবাসী আয় ২০০ কোটি ডলার
২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০৮:৩৬




সংবাদ ছবি
হাদির মৃত্যুতে তারকাদের আবেগঘন পোস্ট
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫২:৫৪




সংবাদ ছবি
হাদির মৃত্যুতে পাকিস্তান হাইকমিশনের শোক
২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৫:৫০


Follow Us