• ঢাকা
  • |
  • সোমবার ৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:০৭:৩৬ (22-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ১০ লাখ টাকা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।২১ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টার দিকে সদরের আদালত পুকুর পাড়ে অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’ থেকে এসব অবৈধ মালামাল উদ্ধার করা হয়।ঘটনার পর পার্লারে কর্মরত তিন নারী কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পার্লারের এক কর্মী সাথী জানান, বিকেল ৪টার দিকে এক অজ্ঞাতপরিচয় নারী একটি ব্যাগ হাতে পার্লারে ফেস ওয়াশ করাতে আসেন।কিছুক্ষণ পর মোবাইল ফোনে কল পেয়ে তিনি পাঁচ মিনিটের কথা বলে ব্যাগটি রেখে বাইরে বেরিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও ওই নারী আর ফিরে আসেননি।প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পার্লারে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতর থেকে ১ হাজার টাকার ১০ বান্ডিল (মোট ১০ লাখ টাকা), খুচরা ১৮ হাজার টাকাসহ তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করে। খবর পেয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।ওসি শাহীনূর ইসলাম বলেন, ‘মনে হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যেহেতু এসব ‘বউ সাজ’ পার্লার থেকে উদ্ধার করা হয়েছে, তাই পার্লারের কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।’ আটক তিন নারী কর্মীর বিষয়ে বিস্তারিত যাচাই করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।