• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ সকাল ০৮:০০:৫৬ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

দেবিদ্বারে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাব্বিরের মৃত্যু

১৪ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০২:৫২

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: ৫ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত মো. সাব্বির (১৭) মারা গেছেন। ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সাব্বির দেবিদ্বার পৌরসভার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগির মিয়ার ছেলে।

Ad

জানা যায়, ৫ আগস্ট সারাদেশের মতো দেবিদ্বার উপজেলায়ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল হয়। এ সময় কিছু দুষ্কৃতকারী থানায় হামলা চালিয়ে একটি পুলিশের পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। পরে থানায় থাকা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ গুলি চালায়। এতে প্রায় ৬০ জন ছাত্র ও জনতা আহত হয়। সেই সময় সাব্বিরও পুলিশের গুলিতে মাথায় আঘাত পান এবং মাটিতে লুটিয়ে পড়েন।

Ad
Ad

স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকায় প্রায় এক মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর শুক্রবার ১৩ সেপ্টেম্বর সাব্বির বাড়ি ফেরেন। কিন্তু বাড়ি ফেরার পরদিনই শনিবার সকাল সাড়ে ৯টায় সাব্বির মারা যান। তার মৃত্যুতে পুরো দেবিদ্বার উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

সাব্বিরের মা রিনা বেগম জানান, দীর্ঘ এক মাসের চিকিৎসা শেষে শুক্রবার তিনি তার ছেলেকে বাড়ি নিয়ে আসেন। কিন্তু পরের দিনই ছেলেকে হারাতে হলো। দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় সংসারের দায়িত্ব নিতে গিয়ে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সিএনজি চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ করতেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী  সাব্বিরের এমন মৃত্যুতে এলাকাবাসী ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে দাফনের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
কালিয়াকৈরে তরুণীর রহস্যজনক মৃত্যু
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৮:৪৮


সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২


Follow Us