• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৩:০৭:৩৮ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নিরাপত্তাহীনতার আশঙ্কা ও পারিবারিক সিদ্ধান্তের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।১৬ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ।তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। পাশাপাশি তার পরিবারও চান না যে তিনি এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশ নিন। এসব বিষয় বিবেচনা করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।মাসুদুজ্জামানের এই ঘোষণার ফলে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির নির্বাচনী অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।