• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১০:৪১:৪৪ (19-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মিরপুরে প্রতিবন্ধী বিদ্যালয়ে গাড়ি উপহার দিলেন লে. কর্নেল শামসুজ্জামান খান

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে পোশাক ও বিভিন্ন উপহার সামগ্রীসহ চলাচলের জন্য একটি চার্জিং গাড়ি উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ও মিরপুর–ভেড়ামারা ২ আসনের মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল শামসুজ্জামান খান (অব.)।১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।উপহার পেয়ে প্রতিবন্ধী শিশুরা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তাদের মুখের হাসি ও আনন্দের ঝলক দেখে উপস্থিত সবাই আবেগাপ্লুত হন তিনি।প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা শিউলী খাতুন দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম ও সহকর্মী শিক্ষক-শিক্ষিকা এবং সুশীল সমাজের সহযোগিতায় বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। বর্তমানে এই বিদ্যালয়ে এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা হাঁটতে পারে না, চলতে পারে না, কেউ দেখতে পায় না কিংবা শুনতে পায় না। তবুও মায়ের স্নেহ, ভালোবাসা ও আদরে তারা শিক্ষা গ্রহণ করছে।বিদ্যালয়ের শিশুদের জন্য এ ধরনের সহযোগিতা আনন্দ ও অনুপ্রেরণার বার্তা বয়ে এনেছে। বিশেষত চার্জিং গাড়ীটি তাদের চলাফেরার নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা প্রকাশ করেছেন অভিভাবকরা।শিশুদের খুশির মুহূর্তে লে. কর্নেল শামসুজ্জামান খান (অব.) বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সন্তান তাদের দেশের সম্পদে পরিণত করা ও তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিসৎও এ ধরনের প্রতিবন্ধী বিদ্যালয়ে আমার সহযোগিতা অব্যহেত থাকবে।