• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:২৪:২২ (07-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙামাটিতে অসামাজিক কার্যকলাপ দমনে পুলিশের অভিযান, ৪ তরুণীসহ আটক ৬

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ দমনে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের রিজার্ভ বাজার এলাকার আরজু বোর্ডিংয়ে এ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানা পুলিশ।আটক ব্যক্তিরা হলেন— মো. জয়নাল আবেদিন (২৭), মো. আবু বাক্কার (৩৫), রোমানা আক্তার (২০), নার্গিস আক্তার মুন্নি (২০), সাথী আক্তার (১৯) ও জান্নাত আরা (১৯)। তাঁদের সবাইকে হোটেলের কক্ষ থেকে আটক করা হয়।রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, রাঙামাটি একটি পর্যটননির্ভর শহর। এখানে প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা থাকে। অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়া শুধু ব্যক্তিগত নয়, সমাজের মর্যাদাকেও ক্ষুণ্ন করে।ওসি আরও জানান, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশে জেলার বিভিন্ন স্থানে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আসন্ন পর্যটন মৌসুমকে সামনে রেখে এই অভিযান আরও জোরদার করা হবে।তিনি বলেন, তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধের চর্চা জরুরি। পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে নাগরিকদের আহ্বান জানান তিনি।