• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ রাত ০৯:১২:৪৬ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ রূপরেখা নিয়ে ঢাকায় এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন

২৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:০৪

‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ রূপরেখা নিয়ে ঢাকায় এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক কনফারেন্সের ৬১ তম আসর (এপিএএন ৬১) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই গবেষণা ও শিক্ষা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক (এপিএএন), বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্প।

Ad

এই সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষা ও আইসিটি খাতের নেতৃবৃন্দ উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি ও শিক্ষায় ডিজিটাল রূপান্তরের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

Ad
Ad

মঙ্গলবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এপিএএন৬১ সম্মেলনে প্রায় ৩০০–৫০০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। এই আয়োজনে জাতীয় গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (এনআরইএন), বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইসিটি সংশ্লিষ্ট  আন্তর্জাতিক প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।

পাঁচ দিনব্যাপী এই সম্মেলনটি শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং উদ্ভাবনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বাংলাদেশের শিক্ষা খাতের অন্যতম প্রযুক্তি সহযোগী ও সম্মেলনটির পৃষ্ঠপোষক হিসেবে হুয়াওয়ে ‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ বিষয়ে ‘হুয়াওয়ে এপিএসি ইন্টেলিজেন্ট এডুকেশন রাউন্ডটেবিল ২০২৬’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করবে।

এই সেমিনারে উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তরের পাশাপাশি পাঠদান, প্রশাসনিক ব্যবস্থা ও অবকাঠামোর নানা চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হবে। মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে ক্যাম্পাস নেটওয়ার্ক থেকে এআই-ভিত্তিক গবেষণা অবকাঠামোর রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের পাঠদান, গবেষণা ও পরিচালনায় এআই-এর নানামুখী সম্ভাবনা।

এছাড়া হুয়াওয়ের বুথে স্মার্ট ক্যাম্পাস ও স্মার্ট ক্লাসরুমের বিভিন্ন সল্যুশন প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশে স্মার্ট শিক্ষার বিকাশে সহায়ক নানা বাস্তবিক প্রয়োগ এখানে তুলে ধরা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোর কেস স্টাডির মাধ্যমে হুয়াওয়ের ক্যাম্পাস নেটওয়ার্ক ও স্মার্ট ক্লাসরুম প্রযুক্তির সফল বাস্তবায়ন সম্পর্কেও এখানে জানা যাবে।

এপিএএন ৬১-এ অংশগ্রহণের মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকে তুলে ধরেছে।  শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পখাতের অংশীদারদের সাথে কাজ করে প্রতিষ্ঠানটি আরও সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের জন্য  উপযোগী একটি শিক্ষা ব্যাবস্থা গড়ে তুলতে চায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম
আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম
২৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২২









Follow Us