টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কে যৌথবাহিনীর অভিযানে ৪৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ব্যাগে গাঁজা পাওয়ায় এক যাত্রীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২৭ জানুয়ারি বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই শতাধিক যানবাহনে তল্লাশি চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।


অভিযানকালে যানবাহনে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ১৫টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টিসহ মোট ১৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৪৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এ চেকপোস্ট বসানো হয়। অভিযানে ফিটনেসবিহীন যানবাহন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশির সময় ইসমাইল হোসেন (২৮) নামে এক যাত্রীর ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে নিয়মিত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন, এসআই শুকুর আলীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available