স্পোর্টস ডেস্ক: টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশের যুব দল।

১৭ জানুয়ারি শনিবার জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস ও খেলা শুরুতে কিছুটা বিলম্ব হয়। শেষ পর্যন্ত টস জিতে বাংলাদেশ ভারতকে ব্যাটিংয়ে পাঠায়।


টসের সময় একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে টস শেষে বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে করমর্দন করেননি। এতে ম্যাচ শুরুর আগেই বিতর্কের জন্ম দেয় বিষয়টি। উল্লেখ্য, বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় উপস্থিত থাকতে না পারায় সহ-অধিনায়ক জাওয়াদ আবরার টসে অংশ নেন।
দুই দল যুব বিশ্বকাপে এবার অষ্টমবারের মতো মুখোমুখি হচ্ছে। এর আগে ২০০২ ও ২০২০ সালে বাংলাদেশ জয় পেলেও বাকি পাঁচ ম্যাচে জয় পেয়েছে ভারত। সর্বশেষ ২০২৪ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। সেই স্মৃতি অনুপ্রেরণা হিসেবে নিয়েই মাঠে নামে আজিজুল হাকিম তামিমের দল।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সৌজন্য এড়িয়ে যাওয়ার নজির রয়েছে ভারতের। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সূর্যকুমার যাদবসহ ভারতীয় ক্রিকেটাররা করমর্দন এড়িয়ে যান। পরবর্তীতে নারী ও অনূর্ধ্ব–১৯ ক্রিকেটেও একই চিত্র দেখা গেছে। এবার সেই ধারাবাহিকতা ভারত–বাংলাদেশ ম্যাচেও দেখা গেল।
বিশ্লেষকদের মতে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান এবং বিসিবি–আইসিসির চলমান টানাপোড়েনের প্রভাব পড়েছে মাঠের আচরণেও। এ কারণেই যুব বিশ্বকাপের এই ম্যাচটি বাড়তি আগ্রহ ও উত্তেজনা সৃষ্টি করেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available