নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনে (ইসি) দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত শুনানিকে কেন্দ্র করে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু এবং কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় নির্বাচন ভবনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

১৭ জানুয়ারি শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


আইনজীবীদের বক্তব্য শেষ হওয়ার পর নির্বাচন কমিশন শুনানি আধাঘণ্টার জন্য মুলতবি ঘোষণা করে। কমিশন কক্ষ ত্যাগের পর আইনজীবীদের মধ্যে প্রথমে বাদানুবাদ শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এতে অডিটোরিয়ামে অন্য শুনানির জন্য উপস্থিত এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তাবিথ আউয়াল তার বাবা আব্দুল আউয়াল মিন্টুকে সরিয়ে নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ উত্থাপন করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, আব্দুল আউয়াল মিন্টু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন। এ বিষয়ে তিনি কমিশনের কাছে রুলিং দাবি করেন।
শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যারা এলিটিজম দেখাতে চান, তারা যেন রাজনৈতিক এলিটিজম বাসায় রেখে বের হন। কাউকে ‘ব্লাডি সিটিজেন’ বলে গালিগালাজ করে আবার তার কাছেই ভোট চাওয়া গ্রহণযোগ্য নয়।’
আব্দুল আউয়াল মিন্টুর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বিদেশে টাকা পাচারকারী এলিট শ্রেণির লোকেরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখে। রক্তের ওপর দাঁড়িয়ে যারা ব্যবসা করে নিরাপদে বেরিয়ে যেতে চায়, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আমরা তাদের দেখতে চাই না।’
তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনেই যেভাবে বলপ্রয়োগের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অন্য প্রার্থীদের নিরাপত্তা কমিশন কীভাবে নিশ্চিত করবে, সে প্রশ্নও তোলেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available