খুলনা ব্যুরো: খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদ এবং পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি শনিবার দুপুর ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ‘নিরাপদ খুলনা চাই’ এর উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরদার বাদশা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট নাগরিক নেতা ও পরিবেশবিদ, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই পরবর্তী সময় থেকে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরমে পৌঁছেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি পালন এবং গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সন্তোষজনক নয়। খুন, ছিনতাই, ডাকাতি ও চুরি যেন খুলনাবাসীর নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত অস্ত্রের মহড়া, মারামারি ও হত্যাকাণ্ড ঘটছে। প্রশাসনের একাধিক সংস্থা থাকা সত্ত্বেও কার্যকর উদ্যোগের অভাব স্পষ্ট। এ পরিস্থিতির দায় পুলিশ, বিজিবি, যৌথবাহিনী, গোয়েন্দা সংস্থা ও সিভিল প্রশাসন কেউই এড়াতে পারে না।
বক্তারা বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বতঃস্ফূর্ত, আনন্দমুখর ও অংশগ্রহণমূলক হওয়া অসম্ভব হয়ে পড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত এবং খুলনা অঞ্চলের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব আঞ্চলিক অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও পড়ছে।
সমাবেশ থেকে প্রশাসনকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক দল ও সচেতন মহলকে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available