স্পোর্টস ডেস্ক: দুই দেশের ক্রিকেট বোর্ডের চলমান দ্বন্দ্বের মধ্যেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আজিজুল হাকিম তামিম।

১৭ জানুয়ারি শনিবার জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে খেলা শুরু হয়। বৃষ্টিভেজা মাঠের কথা বিবেচনায় নিয়েই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লাল-সবুজের যুবারা।


মোস্তাফিজুর রহমান ইস্যু ও সিনিয়র দলের বিশ্বকাপ খেলা নিয়ে দুই বোর্ডের টানাপোড়েনের প্রেক্ষাপটে ম্যাচটি আলাদা গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়াকে বাংলাদেশের ক্রিকেটের প্রতি অসম্মান হিসেবে দেখা হচ্ছে। সে কারণেই উদ্বোধনী ম্যাচে ভারতকে হারানোর লক্ষ্যে অতিরিক্ত উজ্জীবিত আজিজুল হাকিমের দল।
বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ওই ম্যাচে রিফাত বেগ ৭৬ রানের ইনিংস খেলেন এবং বাংলাদেশ দল ১৯ ওভারে প্রতিপক্ষের ৯ উইকেট নেয়। যদিও শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়।
গত বছর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ইয়াং টাইগার্স।
তবে শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। ভারতের ব্যাটিং লাইনআপ ও বৈচিত্র্যময় বোলিং আক্রমণ সামলাতে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বোলারদের জন্য শুরুতেই ভারতের ওপেনার বৈভব সূর্যবংশীকে সামলানো বড় চ্যালেঞ্জ।
এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল সুপার সিক্সে জায়গা পাবে। গত আসরে সুপার সিক্সে ব্যর্থ হলেও এবার বড় লক্ষ্য নিয়েই বিশ্বকাপে অংশ নিয়েছে তামিম বাহিনী।
ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ:
আয়ুশ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, বিহান মাহহোত্রা, অবিজ্ঞান কুন্দু (উইকেটকিপার), কানিশক চৌহান, হারভাঁশ পাঙ্গালিয়া, আরএস আমব্রিশ, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন ও খিলান প্যাটেল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ:
মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী আলিন, মোহাম্মদ রিজান হোসেন, ফরিদ হাসান ফয়সার (উইকেটকিপার), সামিউর বশির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন ও ইকবাল হোসেন ইমন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available