• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ০১:৩১:০১ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা

২২ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৯:৪০

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ভিয়ারিয়ালকে ২–০ গোলে হারিয়ে লা লিগায় বছরের শেষটা জয় দিয়ে রাঙিয়েছে বার্সেলোনা।

Ad

২১ ডিসেম্বর রোববার ১০ জনের ভিয়ারিয়ালের বিপক্ষে এই জয় পায় কাতালান জায়ান্টরা।

Ad
Ad

এর আগের দিন জয় পেয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে এনেছিল রিয়াল মাদ্রিদ। তবে এই জয়ে সেই ব্যবধান আবার চার পয়েন্টে বাড়াল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। টানা অষ্টম লিগ জয়ে বছর শেষ করল বার্সা। নতুন বছরের আগে শিরোপার লড়াইয়ে কার্যত দুই দলই এগিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে ৯ পয়েন্ট পিছিয়ে।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের জন্য ভোগান্তির কারণ ছিলেন রাফিনহা। ১২তম মিনিটে নিজে পেনাল্টি আদায় করে সেটি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা। বিরতির আগে ভিয়ারিয়াল একটি লাল কার্ড দেখলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে নেয় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে লামিনে ইয়ামাল জটলার মধ্যে থেকে ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের পাসে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন। এটি ছিল পাঁচ লিগ ম্যাচে তার তৃতীয় গোল।

এই হারে থেমে যায় লিগে ভিয়ারিয়ালের টানা ছয় ম্যাচের জয়যাত্রা। ম্যাচের শুরুতে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। নিকোলাস পেপের হেড অল্পের জন্য বাইরে যায়, আর আয়োজে পেরেজের শট ঠেকান বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়া।

দুটি সহজ সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয় ভিয়ারিয়ালকে। বার্সেলোনার প্রথম আক্রমণেই লিড নেয় দলটি। বক্সে ঢুকে রাফিনহা ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে গোল করেন তিনি। কয়েক মিনিট পর দূরপাল্লার শট পোস্টে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পান তিনি।

একপর্যায়ে জুলেস কোন্দের আত্মঘাতী গোলে সমতায় ফিরেছিল ভিয়ারিয়াল, তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। এরপর ভেইগা লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় স্বাগতিকরা এবং কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে।

শেষ দিকে ভিয়ারিয়ালের একাধিক প্রচেষ্টা গোলরক্ষক গার্সিয়ার দারুণ সেভে ব্যর্থ হয়। বদলি খেলোয়াড় মার্কাস র‍্যাশফোর্ডও দুটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।

১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি
২২ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৫:৫৯




সংবাদ ছবি
বাংলাদেশ বীরদের দেশ: প্রেস সচিব
২২ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪৩:৩৩




Follow Us