• ঢাকা
  • |
  • বুধবার ৫ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:২২:৪৬ (19-Nov-2025)
  • - ৩৩° সে:

বিচার স্বচ্ছ হয়েছে, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম: রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

১৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২:০২:৩৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার স্বচ্ছ হয়েছে, তবে শেখ হাসিনা খালাস পেলে সবচেয়ে খুশি হতাম বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

Ad

১৭ নভেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

আমির হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ভালোভাবে হয়েছে, স্বচ্ছ হয়েছে। তবে ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা খালাস পেলে আমি সবচেয়ে খুশি হতাম।

তিনি বলেন, আমি আমার মক্কেলের খালাস চাই। এই চাওয়াটা তো স্বাভাবিক। এটা প্রত্যেকেই চাইবে।

শেখ হাসিনার সঙ্গে আপনি কোনোরকম যোগাযোগ করার চেষ্টা করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি চেষ্টা করিনি। চেষ্টা করার কোনো বিধানও নাই। উনারাও আমার সঙ্গে কোনো যোগাযোগের চেষ্টা এবং কোনো রকমের কোনো সহায়তাও করে নাই।

তিনি বলেন, প্রচ্ছন্নভাবেও যদি কোনো সহায়তা করতো সেটা আমার জন্য আরও ভালো হতো, কিন্তু সেটা কেউ কিছু করে নাই। আইনগতভাবে বিধানও নাই।

রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনের প্রসঙ্গে তিনি বলেন, উনি আমার মক্কেল না। উনার সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। কারণ, আমি যাদের পক্ষে মামলা লড়ি, তাদের পক্ষেই আমার বলা উচিত। যারা আমার আসামি না তার পক্ষে আমি কেন বলব, এটা বলা ঠিক না, এটা সমীচীন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নবাবগঞ্জে বসতবাড়িতে আগুন
১৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৫:৫৭







সংবাদ ছবি
সাভারে ইটভাটা মালিক-শ্রমিকদের মহাসড়ক অবরোধ
১৯ নভেম্বর ২০২৫ দুপুর ০২:০৪:২৫


Follow Us