শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়কের পাশে প্রসব বেদনায় জন্ম নেওয়া এক নবজাতককে তার মা অজ্ঞাত পরিচয়ে রেখে চলে গেছেন।

ঘটনাটি ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে গাড়াগঞ্জ পুরাতন বাজার এলাকায় ঘটার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


জানাগেছে, দুপুরে আনুমানিক ৩০ বছর বয়সী ওই গর্ভবতী নারীর আকস্মিক প্রসব ব্যথা উঠলে বাজারের পাশে সড়কেই জন্ম নেয় ফুটফুটে একটি ছেলে শিশু। খবর পেয়ে এলাকার নারীরা নবজাতক ও মাকে প্রথমে স্থানীয় একটি বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে বাড়িটির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মালয়েশিয়া প্রবাসী ফজলুর করিমের স্ত্রী আনোয়ারা খাতুন তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় ও সেবা-যত্ন দেন।
কিছুক্ষণ পর ওই নারীর পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় বা বাড়ির ঠিকানা সঠিকভাবে দিতে না পেরে বিভিন্ন গ্রামের নাম বলতে থাকেন। এমনকি পরিবারের কারো মোবাইল নম্বরও দেননি। একপর্যায়ে তিনি নবজাতককে রেখে চলে যান।
প্রবাসীর স্ত্রী আনোয়ারা খাতুন বলেন, আমি খবর পেয়ে সেখানে গিয়ে মা ও সন্তানকে আমার বাড়িতে নিয়ে আসি। সেবাযত্ন করি। কিন্তু ওই মহিলা নিজের নাম, ঠিকানা কিছুই ঠিকভাবে বলেনি। শেষ পর্যন্ত বললাম, আপনি যদি বাচ্চা নিতে না চান তাহলে আমাকে দিয়ে যান। তখন তিনি সন্তানকে আমাকে দিয়ে বলেন আপনি আমার বড় বোনের মতো উপকার করলেন, মাঝে মাঝে দেখতে আসবো।
নবজাতক বর্তমানে মধুপর গ্রামের ওই প্রবাসী পরিবারের কাছেই রয়েছে। সেদিন রাত ৮টার দিকে তারা শিশুটিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তন্নি জানান, শিশুটি সুস্থ আছে। ওজন ২ কেজি ৮০০ গ্রাম। ভর্তি করার প্রয়োজন হয়নি।
স্থানীয়দের ধারণা, ওই নারী স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সুরাব হোসেন এর পরিচিত হতে পারেন। তবে সুরাব হোসেন বলেন, শিশুটি জন্ম নেওয়ার সময় সেখানে ছিলাম, কিন্তু আমি ওই নারীকে চিনিনা।
এ ঘটনার পর স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিশুটির মা-পরিচয় নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার বিষয়ে প্রথমবার শুনলাম। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available