নিজস্ব প্রতিবেদক: জাপানে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত হয়েছে ২১ সদস্যবিশিষ্ট ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, জাপান’। ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী সম্প্রতি এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেন।

নতুন এই কমিটিতে যমুনা টিভির জাপান প্রতিনিধি আহাম্মেদ নাঈমকে সভাপতি এবং মো. নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রবাসে নজরুল চর্চা এবং কবির জীবন-দর্শন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কমিটি কাজ করবে।


কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব মাহমুদ, আব্দুল ওয়াদুদ সিদ্দিকী এবং বেগম তানিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তামান্না সুলতানা। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অজয় কুমার মৈত্রকে। এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. নজরুল ইসলাম, নীলাঞ্জনা দত্ত ছুটি ও দাস তপন চন্দ্র। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নেয়ামতউল্লাহ।
সেন্টারের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য একটি শক্তিশালী উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠন করা হয়েছে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এই সেন্টারের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. শেখ আলিমুজ্জামান, তফসির আহমেদ তুহিন, সাংবাদিক কাজী ইনসানুল হক এবং আমানো সাব্বিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নবগঠিত এই কমিটি জাপানে নজরুলের সাহিত্য ও সংগীতকে বিশ্বদরবারে আরও পরিচিত করতে কাজ করে যাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available