লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য এলাকা যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

দেশপ্রেমে শক্ত, খেলাধুলায় দক্ষ—বিজিবির আদর্শে গড়া যুব সমাজ এই স্লোগানকে সামনে রেখে বিজিবি রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি ১৩ জানুয়ারি ২০২৬ ইং (মঙ্গলবার) গুলশাখালী স্পোর্টস একাডেমির উদ্বোধন করেন।


এসময় জোন কমান্ডার উক্ত স্পোর্টস একাডেমির খেলোয়ারদের মাঝে ২৪টি জার্সি, ২টি ফুটবল ও ২টি গোল পোষ্টের নেট প্রদান করেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, তরুণ ক্রীড়াবিদ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনগর জোন কমান্ডার বলেন, খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, গুলশাখালী স্পোর্টস একাডেমি এলাকার শিশু ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তিনি বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে আমাদের তরুণ প্রজন্ম মোবাইল স্ক্রিন আর ভার্চুয়াল জগতে দিন দিন বন্দি হয়ে পড়ছে। এই যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি খেলার মাঠ হাজারো হাসপাতালের চেয়ে বেশি কার্যকর।
আমি বিশ্বাস করি, এই 'গুলশাখালী স্পোর্টিং ক্লাব' শুধুমাত্র একটি ক্লাব হিসেবে নয়, বরং এই এলাকার যুবসমাজকে মাদক, সন্ত্রাস এবং যাবতীয় সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি তৈরি করে—যা একটি সুন্দর সমাজ গঠনে অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, এই একাডেমির মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ ও ক্রীড়া কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে, যা তরুণদের ইতিবাচক ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে সহায়ক হবে। এখান থেকে প্রশিক্ষিত ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়ে ভবিষ্যতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও জোন কমান্ডার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট প্রদান কার্যক্রমে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তার ব্যাপারে সকল স্তরের জনসাধারণকে আহবান জানান। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তব্যবস্থা রক্ষা এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
পরিশেষে, তিনি শান্তির প্রতীক কবুতর উড়িয়ে গুলশাখালী স্পোর্টস একাডেমি শুভ উদ্বোধন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available