• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:৫৩ (09-Dec-2025)
  • - ৩৩° সে:

পোস্টাল ব্যালট সচেতনতা

পরবর্তী সরকার গঠনে আপনার ভোট অত্যন্ত মূল্যবান : রাষ্ট্রদূত

৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২০:৫০

সংবাদ ছবি

ইউএই প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

Ad

৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

Ad
Ad

সভায় প্রবাসীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, “পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে আপনাদের প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান। বিদেশে অবস্থান করলেও আপনাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, আর সেই লক্ষ্য পূরণে প্রবাসীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রদূত জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই পোস্টাল ব্যালটের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সুসংগঠিত করা হয়েছে এবং নির্বাচন কমিশন দেশ-বিদেশে ব্যাপক প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, সাম্প্রতিক তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত থেকে ইতোমধ্যে প্রায় ১৬ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, “আজকের এই প্রচারণামূলক সভার পর নিবন্ধনের সংখ্যা আরও দ্রুত বাড়বে। আমরা চাই, প্রবাসীরা একে অপরকে উৎসাহিত করে সক্রিয়ভাবে এ প্রক্রিয়ায় অংশ নেবেন।”

অনুষ্ঠানে কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, প্রেস সচিব আরিফুর রহমান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে কর্মকর্তারা প্রবাসী সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পোস্টাল ব্যালটের নিয়ম-কানুন, প্রয়োজনীয় কাগজপত্র ও করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করেছ এনবিআর
৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:২৩






সংবাদ ছবি
এনায়েতপুরে শাড়ি প্রিন্ট কারখানা ভস্মীভূত
৯ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:২৭





Follow Us