• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:১২:৩৭ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

টিটিপাড়ায় চালু হলো ৬ লেনের আন্ডারপাস

৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪০:০৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: প্রায় দুই বছরের দুর্ভোগের অবসান ঘটিয়ে চালু হলো টিটিপাড়া আন্ডারপাস। দীর্ঘদিন রেলক্রসিংয়ে ট্রেন আসলেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় কাটাতে হতো পথচারী ও যানবাহনের চালকদের। 
৮ নভেম্বর শনিবার সকালে এই আন্ডারপাসের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লে. জে. (অব.) আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।

Ad

যদিও কমলাপুরমুখী সড়কের ওপর মেট্রোরেল স্টেশনের নির্মাণকাজ চলমান থাকায় আন্ডারপাসের পুরো সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Ad
Ad

নতুন আন্ডারপাসটি ৬ লেন বিশিষ্ট। এর মধ্যে মাঝের ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন, আর দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য রাখা হয়েছে আলাদা লেন। পথচারীদের জন্যও রয়েছে নিরাপদ ফুটপাত। প্যাডেলচালিত যানবাহনের সুবিধার জন্য দুই পাশের লেনগুলো মাঝের লেনের চেয়ে কিছুটা উঁচু করে তৈরি করা হয়েছে, যাতে অতিরিক্ত ঢালু পথে নামতে না হয়।

আন্ডারপাস দিয়ে সর্বোচ্চ ৫ মিটার উচ্চতার যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। রোড মার্কিং, মাঝের ডিভাইডারে ফুলের গাছ, আধুনিক ল্যাম্পপোস্ট সব মিলিয়ে টিটিপাড়া আন্ডারপাস এখন সৌন্দর্য ও কার্যকারিতায় অনন্য।

মূল সড়কের প্রায় ১১ মিটার নিচ দিয়ে নির্মিত এ আন্ডারপাসে রয়েছে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা, যাতে বর্ষাকালে পানি জমে চলাচলে বাধা না সৃষ্টি হয়।

তবে এই অবকাঠামো বাস্তবায়নের পেছনে ছিল এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির গল্প। বিকল্প সড়ক না থাকায় নির্মাণকাজ চলাকালে পথচারী ও যানবাহনগুলোকে দীর্ঘপথ ঘুরে চলাচল করতে হয়েছে। এতে নষ্ট হয়েছে অসংখ্য কর্মঘণ্টা।
এই আন্ডারপাস চালু হওয়ার মাধ্যমে মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
লংগদুতে সেনাবাহিনীর অভিযানে গাঁজা জব্দ
৮ নভেম্বর ২০২৫ দুপুর ০১:০৯:৪০


সংবাদ ছবি
টিটিপাড়ায় চালু হলো ৬ লেনের আন্ডারপাস
৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪০:০৩





Follow Us