• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই কার্তিক ১৪৩২ বিকাল ০৩:০০:৩৬ (23-Oct-2025)
  • - ৩৩° সে:

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

২৩ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪১:৩৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

২২ অক্টোবর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

নিহতের বন্ধুরা জানান, জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যান। তখন তার পায়ের কাছে ককটেল বিস্ফোরণ হলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল গণমাধ্যমকে বলেন, ভোরে খবর আসে জেনেভা ক্যাম্পে দ্রুই গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এরপর দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। তবে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

তিনি আরও বলেন, সেখানে গিয়ে পুলিশ জানতে পারে ঘটনাটিতে একজন আহত হয়েছেন। তবে তার বিস্তারিত কেউ বলতে পারেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
শরীরে সজীবতা এনে দেওয়া চা
২৩ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৪৭:৪৯




সংবাদ ছবি
মা হারালেন মেহের আফরোজ শাওন
২৩ অক্টোবর ২০২৫ দুপুর ০২:১০:১৬



সংবাদ ছবি
দারাজ চালু করল ১৪ দিনের রিটার্ন পলিসি
২৩ অক্টোবর ২০২৫ দুপুর ০১:০৩:১৫




Follow Us