• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩২ রাত ০৩:৪৩:৫৩ (23-Oct-2025)
  • - ৩৩° সে:

বিদ্যালয়ের জমি প্রভাবশালীদের দখলে, উদ্ধারে উদ্যোগ নেই প্রশাসনের

২২ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩০:০৪

সংবাদ ছবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ একর ২৫ শতাংশ জায়গার মধ্যে ১ একর জায়গাই অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার দাদপুর ইউনিয়নে অবস্থিত চিতারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ একর জায়গা স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক ব্যক্তি দখল করে রেখেছেন।

Ad
Ad

এ ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলের জমি রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব  বরাবর আবেদন করা হলেও গত সাত বছরে কোনো সুরাহা হয়নি।

Ad

বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে রাখা চিতারবাজার বণিক সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শাকিল মোল্লার বক্তব্য জানতে তাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে ২ জনই সাক্ষাৎ করে কথা বলতে চেয়ে কৌশলে এড়িয়ে যান।

এ ব্যাপারে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, ‘বিদ্যালয়ের জায়গা উদ্ধারে আমার আন্তরিকতা আছে, কিন্তু পেরে উঠছি না। প্রায়ই আমি উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ে বিষয়টি তুলি, কিন্তু প্রশাসনের কোনো তৎপরতা নেই।’

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবু আহাদ মিয়া বলেন, ‘বিদ্যালয়ের জায়গা উদ্ধারের জন্য আমাদের যেসব দপ্তরে কাগজপত্র দেওয়ার দরকার সব জায়গায় দিয়েছি, কিন্তু তারপরেও কোনো অগগ্রতি নেই। যে কয়বার উদ্যোগ নিয়েছি প্রশাসন থেকে প্রথমে খুব হুলস্থূল হলেও কয়েকদিন পরে সবকিছু থেমে যায়। মাঝখান থেকে বিপদে পড়ি আমি আর ওই স্কুলের হেডমাস্টার।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ‘বিদ্যালয়ের জায়গা উদ্ধারে পদক্ষেপ নেয়ার সুযোগ আছে। এসিল্যান্ড কিছুদিন আগে জায়গাগুলো দেখেও আসছে। এগুলো নিয়ে একটু ঝামেলা আছে। প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে বসে এটা কীভাবে সমাধান করা যায় সেটা বের করতে হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
এনসিপিকে জুলাই সনদে সই করার আহ্বান করেছে সরকার
২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০২:৫৭


সংবাদ ছবি
যমুনায় জামায়াতের ৫ নেতা
২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৩:৪৮

সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৮:৩৬



Follow Us