রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদে পৃথকভাবে দুটি পর্যটকবাহী বোট দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সুবলং ও রাঙামাটি শহর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।


ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি জোনের পরিদর্শক মো. হাসান ইমাম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে চারটার দিকে সুবলং এলাকায় একটি বড় বোটের কারণে একটি ছোট বোটে পানি উঠে যায়। পরিস্থিতি আঁচ করতে পেরে ওই বোটের পর্যটকরা দ্রুত পাশের আরেকটি বোটে উঠে গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
অন্যদিকে বিকেল চারটার দিকে রাঙামাটি শহরের কাছাকাছি কাপ্তাই হ্রদে পাশাপাশি দুটি পর্যটকবাহী বোট চলাচলের সময় আতঙ্কিত হয়ে এক পর্যটক হ্রদে লাফিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পাশের আরেকটি বোটের সহায়তায় তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
দুটি ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে ট্যুরিস্ট পুলিশ। তবে বারবার এ ধরনের ঘটনা ঘটায় কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিরাপত্তা ও সচেতনতার বিষয়টি নতুন করে সামনে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করতে হবে, বোট চালকদের প্রশিক্ষণ ও নিয়ম মেনে চলা জরুরি এবং অতিরিক্ত গতি ও পাশাপাশি ঝুঁকিপূর্ণ চলাচল এড়িয়ে চলতে হবে। প্রশাসনের নিয়মিত তদারকি ও পর্যটকরা সচেতন হলেই কাপ্তাই হ্রদে ভ্রমণ আরও নিরাপদ করা সম্ভব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available