• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ দুপুর ০২:৩০:৫৯ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

সখীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ স্কুলছাত্র নিহত

২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩১:৪২

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে, তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad

২২ ডিসেম্বর সোমবার বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শিক্ষার্থীরা হল আবির (১৬), লিখন (১৫) ও সাব্বির (১৫)। আহত হয়েছে মাজিদুল (১৯) ও সুজন (১৬)।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মুমূর্ষ অবস্থায় দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিখন ও সাব্বিরের মৃত্যু হয়।

নিহত আবির উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়ার মোহাম্মদ আলীর ছেলে, লিখন কালিদাস বল্লাচালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে এবং সাব্বির ফুলঝুরি এলাকার রোড মিয়ার ছেলে। আহত মাজিদুল বহুরিয়া চতলবাইদ গ্রামের হান্নান মিয়ার ছেলে ও সুজন কালমেঘা গ্রামের রাজু মিয়ার ছেলে।

নিহত ও আহত শিক্ষার্থীরা সবাই উপজেলার কালিদাস কলতান বিদ্যানিকেতন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক বলেন, ‘দুর্ঘটনায় হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। অপরদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে শুনেছি রাস্তায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
মধুপুরে বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:১২:৪১





সংবাদ ছবি
জমিয়তকে ৪ আসন ছাড় দিল বিএনপি
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪৪:২২




Follow Us