• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ দুপুর ১২:০২:৫১ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

বিএনপির পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাও ভোট চাইছেন

২৭ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫১:১২

বিএনপির পক্ষে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাও ভোট চাইছেন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: উন্নয়ন ও বাস্তবতার প্রশ্নে এবার প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইলেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক স্থানীয় নেতা।

Ad

২৬ জানুয়ারি সোমবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাওয়া গেছে, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

Ad
Ad

ভিডিওতে থাকা ব্যক্তি হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য কিরণ সিকদার। জানা গেছে, তিনি তার নিজ এলাকা খাসমহল এলাকাসহ আশপাশের বিএনপির পক্ষে ভোট চাইছেন।

ভিডিওতে ওই নেতাকে বলতে শোনা যায়, ‘আপনারা কিন্তু পস্তাবেন। তারা (অন্য রাজনৈতিক দল) কইবে আমাদের তো প্রধানমন্ত্রী হয় নাই। কাজ দেয় না, আমরা কেমনে করবো? অতএব এই মূল্যবান ভোটটা নষ্ট করা যাবে না। আমি বিএনপিতে ভোট দিবো, আমি কিন্তু আওয়ামী লীগের লোক। আপনারা আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যে দলই করেন, আপনাদের ভোটটা আমি দাবি করি।’

ফেসবুকে পাওয়া ওই ভিডিওতে দেখা যায়, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের পক্ষে এক বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা দুইজন ব্যক্তি বিএনপির প্রার্থীর লিফলেট হাতে উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির পক্ষে ভোট চাওয়া কিরণ সিকদার বলেন, ‘আমি দল চেঞ্জ করি নাই। আমার দল নির্বাচনে নাই, তাই আমি বিএনপিতে ভোট চেয়েছি।’

স্থানীয় বিএনপি নেতারা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ উন্নয়ন, কর্মসংস্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নে বিএনপির দিকেই ঝুঁকছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও এখন বুঝতে পারছেন-জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির বিকল্প নেই। তাই স্বতঃস্ফূর্তভাবেই বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক মতের মানুষ বিএনপির পক্ষে মাঠে নামছেন।

জানতে চাইলে মৌডুবি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কেএম বেলাল হোসেন জানান, এই সমর্থন প্রমাণ করে রাঙ্গাবালীসহ পুরো আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প
২৭ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৭:১২









Follow Us