বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সম্প্রতি বগা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের ঘোষণা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালী-০২ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল হাওলাদার, বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম হাবিব, বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি মো. জামাল খান, প্রচার সম্পাদক মো. হাবিব, বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মোল্লা, বগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক শরীফ এবং বগা ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মো. রাকিব হাসানসহ আরও অনেকে।


অনুষ্ঠানে মো. জামাল খান প্রকাশ্যে ত্রিশ লিটার দুধ দিয়ে গোসল করে বিএনপি ছাড়ার ঘোষণা দেন এবং জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে আজীবন কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
যোগদান করা নেতাকর্মীরা তাদের বক্তব্যে অভিযোগ করেন, বিএনপির পটুয়াখালী-০২ আসনের প্রার্থী শহিদুল আলম তালুকদার দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দলীয় নেতাকর্মীদের কোনো খোঁজখবর নেননি। বরং তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলেছেন বলেও অভিযোগ তোলেন তারা।
নেতাকর্মীদের দাবি, শহিদুল আলম তালুকদার বিভিন্ন সভা ও বৈঠকে প্রকাশ্যে বলেছেন, তিনি মাত্র চারটি ইউনিয়নের ভোট পেলেই এমপি হয়ে যাবেন এবং অন্য ইউনিয়নের ভোট পেলে সেটি হবে ‘ফাও ভোট’। তিনি নিজেকে বাউফলের সর্বময় ক্ষমতার অধিকারী উল্লেখ করে বলেন, তার পছন্দ অনুযায়ীই কেউ বাউফলে থাকতে পারবে, না হলে তাকে এলাকা ছাড়া করা হবে। এমনকি তিনি দাবি করেন তাকে তারেক রহমান মনোনয়ন দিয়েছেন, সুতরাং সবাইকে তার কাছেই আসতে হবে।
এ ধরনের বক্তব্যে তৃণমূল নেতাকর্মীরা চরমভাবে অপমানিত ও ক্ষুব্ধ হন। তাদের ভাষ্য, গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে এ ধরনের হুমকি ও ক্ষমতার দম্ভ সাংঘর্ষিক। এসব কারণেই তারা বিএনপি ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ যোগদান করা নেতাকর্মীদের অভয় দিয়ে বলেন, শহীদ ওসমান হাদীর ইনসাফের পথে যারা চলবেন, তাদেরকে কোনো অপশক্তির কাছে পরাস্ত হতে দেওয়া হবে না। তিনি হযরত ওমর (রা.)-এর আদর্শে প্রকাশ্যে ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং ইনসাফের পথে সবাইকে এগিয়ে আসার আমন্ত্রণ জানান।
এই যোগদানকে কেন্দ্র করে পটুয়াখালী-২ আসনে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দলত্যাগ ও যোগদানের হিড়িক পড়েছে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available