• ঢাকা
  • |
  • সোমবার ১৩ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:৪৭ (26-Jan-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় ভ্যানচালকের রাস্তা আ.লীগ নেতার দখলে, ৯৯৯-এ অভিযোগেও মিলেনি সেবা

২৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৫:১৯

বাগাতিপাড়ায় ভ্যানচালকের রাস্তা আ.লীগ নেতার দখলে, ৯৯৯-এ অভিযোগেও মিলেনি সেবা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

Ad

এতে গত তিনদিন ধরে পাঁচ সদস্যের একটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো প্রতিকার পায়নি পরিবারটি।

Ad
Ad

ঘটনাটি উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে।

ভুক্তভোগী ভ্যানচালক লোকমান হোসেন জানান, গত শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাধু ও বাদশা মন্ডল তার বাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এরপর থেকে পরিবারটি বাইরে বের হতে পারছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রায় বিশ বছর ধরে ব্যবহৃত এই রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। ফলে লোকমান হোসেনের পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাদশা মন্ডল রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, “এওয়াজ-বদলের মাধ্যমে জমিটি দীর্ঘদিন অস্থায়ী রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখন আমরা জমিটি নিজেদের দখলে নিয়েছি, তাই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হয়েছে।”

এ বিষয়ে ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তবে এখনো কোনো সমাধান হয়নি।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “রাস্তার বিষয়টি সম্পর্কে অবগত আছি। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দেখছেন।”

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া বলেন, “রাস্তা বন্ধের অভিযোগ আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
ভোট দিয়েছেন ৪ লাখের বেশি প্রবাসী
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:০৬



ফেব্রুয়ারিতে ৬ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ
ফেব্রুয়ারিতে ৬ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ
২৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:০৮



ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব
ডিএনসিসি প্রশাসক এজাজকে দুদকে তলব
২৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৮:৫১





Follow Us