লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২৬ ডিসেম্বর শুক্রবার রাতে তিনি তাইফুল ইসলাম টিপুর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। এ সময় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।


সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available