চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের দুর্গম চৌহালী উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতি।

২৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম সম্মেলন কক্ষে অর্ধশত শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।


ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যুগ্ম প্রোগ্রাম পরিচালক অধ্যাপক মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-০৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোখলেছুর রহমান আরঙ্গ, চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. বোরহান মিয়া, সহ-সভাপতি জাহাঙ্গীর সরকার, যুগ্ম সম্পাদক মো. জায়েদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আমিনুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য ও প্রযুক্তির জ্ঞানে দক্ষ হওয়া প্রয়োজন। তথ্যপ্রযুক্তিকে শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। এর অপব্যবহার থেকে দূরে থাকা জরুরি।’
তিনি আরও বলেন, ‘নিজেকে দক্ষ করে গড়ে তোলার একমাত্র পথ হলো প্রচুর পড়াশোনা করা। পড়াশোনার মাধ্যমেই প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব। জ্ঞানী মানুষ সবসময় বিনয়ী হয়। জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষের মধ্যে নম্রতা ও বিনয় থাকা প্রয়োজন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available