• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:৫২:২৫ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

বাউফলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪৩

সংবাদ ছবি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর দ্রুত সুস্থতা কামনায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ও উষ্ণতার বার্তা পৌঁছে দিতে চায় উপজেলা বিএনপি।

Ad

৮ ডিসেম্বর সোমবার বিকেল ৩টার দিকে বাউফল পৌর শহরের কেন্দ্রস্থলে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম আলহাজ সৈয়দ আহমেদের বাসভবনে কর্মসূচির আয়োজন করা হয়।

Ad
Ad

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উদ্যোক্তা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন সমাজসেবী সামুয়েল আহমেদ লেনিন। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর আগে তিনি গরু কোরবানি, হাফেজদের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত ও রোগমুক্তির দোয়া মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উদ্যোগ বাস্তবায়ন করেন।

স্থানীয়রা জানান, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামুয়েল আহমেদ লেনিন এলাকায় একজন জনপ্রিয় মানবিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন দৃষ্টান্তমূলক জনসেবামূলক কাজ করে যাচ্ছেন।

শীতবস্ত্র পেয়ে উপকৃতরা অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা কম্বল পেয়ে খুব উপকৃত হয়েছি। আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে তোলেন এবং আবারও যেন তিনি দেশের সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন। এ সময় আছিয়া খাতুন, রাবেয়া, সফিক ও নুরুল ইসলামসহ অনেকে সামুয়েল আহমেদ লেনিনের জন্যও দোয়া কামনা করেন।

স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সামাজিক সংহতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করে এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনন্য অনুকরণীয় ও উদাহরণ হয়ে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর
৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩







সংবাদ ছবি
সিটি আইটি মেগা ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ
৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭:২২


Follow Us