ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বাসের চাপায় জোহরা বেগম (৬২) নামের এক পথচারী নারি নিহত হয়েছেন।

২৬ নভেম্বর বুধবার বেলা দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার উপজেলার কাঁঠালতলা বাজার বাস স্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারি উপজেলার আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দকাটি গ্রামের শের আলী মোড়লের স্ত্রী জোহরা বেগম নিজ প্রয়োজনে কাঁঠালতলা বাজারে যান। পথচারী নারি স্ট্যান্ড এলাকায় রাস্তা পার হয়ে বিপরীত পাশে যাচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী যাত্রীবাহি-খুলনা-জ- -০৫-০০৪৩ নম্বরের বেপরোয়া গতির বাসটি সাজোরে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। এসময় পিছনের চাকায় পিষ্ট হয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনা স্থলে তার করুন মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান চানু।
তিনি বলেন মৃতদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর ঘাতক চালক এবং বাসটি আটক করে থানায় নেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available