• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:০৯:৫৯ (25-Nov-2025)
  • - ৩৩° সে:

বদলগাছীতে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

২৫ নভেম্বর ২০২৫ দুপুর ০১:১৪:০৯

সংবাদ ছবি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা-হাট সংলগ্ন চকবেনি এলাকায় সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ দুই কারবারিকে আটক করা হয়েছে।

Ad

২৪ নভেম্বর সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

আটকরা হলেন, চকবেনি গ্রামের মৃত লবিনের ছেলে হরেণ তুরকি এবং একই গ্রামের গোবিন্দের ছেলে শ্যামল। এসময় তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ ও মদ তৈরির জন্য ৪ মন কাঁচামালসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়।

বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ উদ্দিন আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়।

নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us