চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

১০ নভেম্বর সোমবার সন্ধ্যার পর উপজেলার জনতাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজন চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জিহান। সে ওমরপুর ইউনিয়নের ফরিদ উদ্দিনের ছেলে।
অপরজন আলীগাঁ এ গফুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী যুবায়েদ ইসলাম। তিনি একই এলাকার রিয়াজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, প্রাইভেট পড়া শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুষ্টুমির ছলে জিহান ও যুবায়েদ রাস্তার পাশের ধানক্ষেতে নামলে কৃষক জাহাঙ্গীর মহাজনের ইঁদুর মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলছেন, ফসল রক্ষায় এভাবে বৈদ্যুতিক ফাঁদ পাতা অত্যন্ত বিপজ্জনক এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available