ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক ছাত্রদল কর্মী মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

৯ নভেম্বর রোববার বিকেল ৫টার দিকে উপজেলার গৌরীপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত ছাত্রদল কর্মীর নাম তানজিম আহমেদ আবিদ (২২)। তিনি স্থানীয় ধর্মীয় সংগঠন ওলামায়ে দলের সদস্য মো. দেওয়ান-এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থী এম ইকবাল হোসেন ও মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরন গ্রুপের সমর্থকদের মধ্যে বিকেলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই সময় তানজিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থলেই স্ট্রোকে মারা যান। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নই। চিকিৎসকদের মতামত পাওয়ার আগে কিছু বলা সম্ভব নয়। এমনকি নিহত ব্যক্তি সংঘর্ষের স্থানে ছিলেন কিনা, সেটিও যাচাই করা হচ্ছে।’
তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available