নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁয়ে শত বছরের স্বপ্ন পূরণের লক্ষ্যে বৈদ্যেরবাজার খেয়াঘাটের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন সোনারগাঁও উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন।

পরিদর্শনকালে তিনি ঘাটের বিভিন্ন উন্নয়ন সম্ভাবনা পর্যালোচনা করেন এবং প্রকৌশলী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ও সহকারী প্রকৌশলী ইন্জিনিয়ার মো. জাহিদুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকাবাসী।
চেয়ারম্যান আলহাজ্ব মামুন বলেন, “এই খেয়াঘাটের উন্নয়ন শুধু এলাকার যাতায়াত ব্যবস্থাকেই সহজ করবে না, বরং বাণিজ্যিক কার্যক্রমেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
স্থানীয়রা জানান, বৈদ্যেরবাজার খেয়াঘাটের উন্নয়ন কাজ সম্পন্ন হলে তাদের জীবনমান ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে তারা আশাবাদী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available