• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সকাল ০৯:৩০:২৮ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

মির্জাগঞ্জের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী পাভেল গ্রেফতার

৫ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৫:৩৯

সংবাদ ছবি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী ক্যাম্প র‌্যাব-৮ ও সদর ব্যাটালিয়নের যৌথ অভিযানে বরিশাল মহানগর কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে মির্জাগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদ পাভেল (২৬) কে গ্রেফতার করা হয়েছে।

Ad

৪ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পাভেল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে।

Ad
Ad

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৮ সদর ব্যাটালিয়ন এর একটি যৌথ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদ ও তার নেতৃত্বাধীন টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন “বেল্লাল টি অ্যান্ড ফ্রেশি জুস” দোকানের সামনে থেকে নিয়াজ মোর্শেদকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যাবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, গত ২০ সেপ্টেম্বর মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে আবুল বাশার ওরফে আবু বেপারী নামে এক ব্যবসায়ীর ছেলে আব্দুল্লাহ আল আবিদ, যিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এলএলবি ২য় বর্ষের ছাত্র, তার পিতার দোকানে বসে থাকাকালে পাভেল ও তার সহযোগীরা দোকানে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আবিদ টাকা দিতে অস্বীকার করলে, ২৭ সেপ্টেম্বর বিকেলে তারা তার বাসায় গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। এসময় তারা ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১ লাখ টাকা জোরপূর্বক আদায় করে এবং সোকেজের ড্রয়ার ভেঙে ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৬০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর মা আহনারা বেগম (৬০) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, নিয়াজ মোর্শেদ পাভেল একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আসামিকে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
মধ্যরাতে বহিষ্কার বিএনপির ৪ নেতা
৪ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১১:০৭







সংবাদ ছবি
পুলিশে ২৭৩ জন এসআই পদে পদোন্নতি
৪ নভেম্বর ২০২৫ সকাল ০৮:০৬:০৫


Follow Us