• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ১০:২৫:১৯ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজাপুরে নির্বাচনী সংঘর্ষে আহত ২০, দেড় শতাধিক কর্মীর নামে মামলা

৬ জুন ২০২৪ দুপুর ১২:১২:০০

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালিতে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ৫ জুন বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার পুটিয়াখালি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

Ad

এ ঘটনায় দু’পক্ষের দেড় শাতাধিক কর্মী-সমর্থকের নামে রাজাপুর থানায় মামলা হয়েছে। এর পরে রাতেই দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলায় পুলিশী টহল জোরদার করে প্রশাসন।

Ad
Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আফরোজা আক্তার লাইজুর দোয়াত কলম এবং মিলন মাহমুদ বাচ্চুর মোটর সাইকেল প্রতীকের সমর্থকরা প্রচার প্রচারণা চালানোর সময় উভয় পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন  আহত হয় এবং ৭টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়েছে।

আহতদের মধ্যে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও বরিশাল শেবাচিমে একজনকে চিকিৎসা দেয়া হয়েছে। ২ দফা সংঘর্ষের ঘটনার পর উভয় পক্ষ আহত কর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে আবারও উত্তেজনা ছড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার লাইজুর সমর্থক গালুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ বাদি হয়ে ৩২ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

অপরপক্ষে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু মৃধার সমর্থক জহির মোল্লা বাদি হয়ে ৪০ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০১:৪১



সংবাদ ছবি
পঞ্চগড়ে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫১:৪২






Follow Us