• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:০১:৫৫ (09-Nov-2025)
  • - ৩৩° সে:

থানার ভেন্টিলেটর ভেঙে পালানো সেই আসামি গ্রেফতার

৮ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩২:০১

সংবাদ ছবি

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়া আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) আবারও গ্রেফতার করেছে পুশিল। ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, চুরির মামলার আসামি রাসেলকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা হাজতে রাখলে ৬ ডিসেম্বর বুধবার সকালে হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায় সে। এ ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শেখ মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

পরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী সুপার (গণমাধ্যম) মো. সম্রাট তালুকদার বলেন, আসামি রাসেলের বিরুদ্ধে পুলিশ হেফাজত থেকে পলায়ন করায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা আছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
গাইবান্ধার সাঘাটায় ১৪৪ ধারা জারি
৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৪:০৭

সংবাদ ছবি
রাজশাহীতে হত্যা মামলার মূলহোতা গ্রেফতার
৯ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৯:৫০






Follow Us