• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ দুপুর ০২:০১:৪৮ (19-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নরসিংদীতে প্রবাসীর বাড়ি ও মার্কেটে হামলার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলায় এক প্রবাসীর বাড়ি ও মার্কেটে হামলা করে পাঁচ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর রোববার সকালে নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে সৌদি আরব প্রবাসি শামীম আহমেদ গাজী।সংবাদ সম্মেলন ভুক্তভোগী প্রবাসি শামীম আহমেদ গাজী লিখিত বক্তব্যে বলেন, গত ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে বিএনপি নাম ভাঙ্গিয়ে নজরপুরে কামরুল পাঠান, জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুক বাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাসায় ও মার্কেটে হামলা করে মার্কেট বন্ধ করে দেয়। এসময় তারা বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে পাচঁ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে চলে যায়।এমনকি দাবিকৃত টাকা না দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে নিজে ও পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সংবাদ সন্মেলন উপস্হিত স্থানীয় ইউপি সদস্য ইসমাইল বলেন, ভুক্তভোগী শামীম আহম্মেদ গাজী কোন সময় কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। প্রবাসে থাকার সুবাদে এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজের সাথে জড়িত রয়েছেন। ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হামলা করা হচ্ছে। যারা রাজনৈতিক পরিচয় দিয়ে এধরণের কাজ করছেন তারা কখনও দলের কল্যাণ বয়ে আনতে পারে না।এ বিষয়ে অভিযুক্ত কামরুল পাঠান চাঁদা দাবির কথা অস্বীকার করলেও অপর অভিযুক্ত যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মেম্বার বলেন, আমরা তার কাছে কোনো চাঁদা দাবি করিনি। তবে স্থানীয় বাজার থেকে চলে যাবার জন্য বলেছি। এসময় আমার দলীয় কিছু কর্মীরা শামীমকে বিভিন্ন ধরণের হুমকি ধমকি দিয়েছে।